শেরপুরে ৪০ দিনের ইউনিয়ন পরিষদের কর্মসৃজন কর্মসূচিতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে জুলহাস উদ্দিন (৪৮) নামে এক শ্রমিক সর্দারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত জুলহাস উদ্দিন নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের তোয়ালকুচি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ সকাল ১০ টার দিকে একই উপজেলার তোয়ালকুচি গ্রামে।
নিহতের স্বজনরা জানায়, আজ সকালে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে একটি রাস্তার কাজ চলছিল। শ্রমিকরা রাস্তাতে মাটি কাটতে গেলে ওই ইউনিয়নের বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনছার আলী ও নূরু মিয়া গংরা শ্রমিকদের মাটি কাটতে বাঁধা প্রদান করে। পরে এক পর্যায়ে শ্রমিক সর্দার জুলহাস উদ্দিন এগিয়ে এলে তার সাথে বাকবিতন্ডা ও সংঘর্ষে রূপ নেয়।
এতে বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জুলহাস উদ্দিন গুরুতর আহত হয়।
পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে । এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।