“শিশুদের প্রতীক শেখ রাসেল” বিষয়ে বক্তৃতা এবং ‘আমার তুলিতে শেখ রাসেল’ শিরোনামে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ অক্টোবর ) সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ চিত্রাংকন ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে এবং ভারপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান এর তত্বাবধানে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বক্তৃতায় পৃথক ২ টি এবং চিত্রাংকনে পৃথক ৩ টি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীদেরকে আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।