“শিশুর জন্যে হ্যা বলুন, মুক্তিযোদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মদিন শেরপুরে কেক কেটে পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার সন্ধায় শেখ রাসেল শিশু মঞ্চের আয়োজনে শহরের নবীনগর এলাকায় সদু এন্টার প্রাইজ প্রাঙ্গনে বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবির সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে সামাজিক সংগঠন জন উদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, বাংলার মুখের আহবায়ক সাইফুল আলম শাহিন, শিক্ষক সুমন চক্রবর্তী, আশিকুর রহমান আজিজ, কালের কন্ঠ শুভ সংঘের অর্থবিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ছাত্র নেতা বর্ষন বরুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনার বিকাশের লক্ষে চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক, শেরপুর প্রতিদিনের প্রকাশক সারোয়ার হোসেনকে শেখ রাসেল শিশুমঞ্চ গঠনের জন্য ধন্যবাদ জানান অনুষ্ঠানটি পরিচালনা করেন রজিবার সভাপতি, কালের কন্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক, মানবাধীকার কর্মী ও শেরপুর প্রতিদিনের নির্বাহী সম্পাদক সোহেল রানা।