শেরপুরে শেখ কামাল প্রীতি ফুটবল খেলা-২০২৩ এ সদর উপজেলা একাদশ ৩-০ গোলে নৃ-জনগোষ্ঠি একাদশকে পরাজিত করে জয়লাভ করেছে। জয়ী দলের পক্ষে উদীয়মান ফুটবলার মিনাল ২টি ও সিনিয়র খেলোয়াড় গোলাম শাহরিয়ার রবিন ১টি গোলা করেন। শনিবার (৫ আগস্ট) বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
আধুনিক ফুটবলের রূপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শেরপুর জেলা ক্রীড়া সংস্থা এ প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম প্রধান অতিথি হিসেবে প্রীতি ফুটবল খেলাটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (নার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদ সার্কেল সাইদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদেক মানিক দত্ত এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শুরুর আগে অতিথিরা উভয়দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। দু’টি দলকেই জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে জার্সি এবং নগদ ৮ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। এর আগে সকালে জেলা ক্রীড়া সংস্থার পক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অস্থায়ীভাবে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। তাছাড়া এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃিিততে শ্রদ্ধার্ঘ অর্পন, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।