শেরপুরে দুঃস্থ শীতার্তদের মাঝে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা কার্যলয়ে সংস্থার সদস্যরা এই কম্বল বিতরণ করেন।
সংস্থার জেলা শাখার সভাপতি আলমগির আল আমিন বলেন, সারা দেশের মতো গারো পাহাড়েরর পাদদেশ শেরপুরেও অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শীতার্তদের সহায়তার জন্য আমাদের এ আয়োজন।
সংস্থার সহ-সভাপতি ও জেলা ইয়্যুথ রিপোটার্স ক্লাবের সভাপতি জাহিদুল খান সৌরভ বলেন, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ এ কর্মসূচি অব্যহত থাকবে। পর্যায়ক্রমে শেরপুরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হবে।
শীত বস্ত্র গ্রহনকারীদের মধ্যে সেকান্দার আলি (৬২) বলেন, গত কয়েক দিনের ঠান্ডা বাতাসে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়েছে। সৃষ্টি এনজিও’র দেওয়া কম্বল পেয়ে সেই কষ্ট লাঘব হবে।
এ সময় আখের মামুদ বাজার বণিক সমিতির সভাপতি কাল গাজি খন্দকার, বাংলাদেশ একতা সংঘের সভাপতি আরিফুর রহমান, সেক্রেটারি জিয়া সরকার ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।