
শেরপুরে শিশু চালকের অটোরিকশা চাপায় এক গৃহবধু নিহত হয়েছে। ২৪ এপ্রিল সোমবার দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোছা. হায়তন নেছা (৬০) কামারেরচর ইউনিয়নের দশানীপাড়া মন্ডলবাড়ীর জিয়ার মন্ডলের স্ত্রী।
শেরপুর সদর থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।