পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে শিশুদের হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। রোববার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে শিশু একাডেমী মিলনায়তনে এসব প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এডিসি রাজস্ব মো. তোফায়েল আহম্মেদ। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্কুল ও মদরাসার শতাধিক শিক্ষার্থী প্রত্যেক বিভাগে পৃথক দুইটি গ্রুপে অংশ নেয়।
পরে ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।