শেরপুরে জেলা প্রশাসন এবং জেলা শিশু একাডেমী’র আয়োজনে শিশুদের জেলা পর্যায়ে মৌসুমী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এসব প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় জ্ঞান জিজ্ঞাসা, উপস্থিত বিতর্ক, দলীয় নৃত্য এবং সমবেত দেশাত্ববোধক জারিগান প্রতিযোগীতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রথম স্থান অধিকারী শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা পরিবর্তিতে বিভাগীয় পর্যায় অংশ নিবে। প্রতিযোগীতার সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান।