জাতীর জনক বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন এবং রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।
১৬ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় চিত্রাংকনে পৃথক ৩টি এবং রচনায় ২টি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শিশু অংশ নেয়।
এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানসহ প্রতিযোগীতার বিচারক মন্ডলি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিজয়ীদের আগামীকাল জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়ে।