বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শেরপুর জেলার উদ্যোগে পাঁচ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
২৯ মে রোববার সকালে জেলা বিসিক ভবন চত্ত্বরে এ প্রশিক্ষণ শুরু হয়।
এতে ২৫ জন নবীন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
প্রথম দিনে কোর্স প্রশিক্ষক ছিলেন জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক বিজয় কুমার দত্ত।
জেলা বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা আতাউর রহমানের সঞ্চালনায় প্রথম দিনে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা নিরূপণ, প্রশিক্ষণ নিয়মাবলী, প্রশিক্ষণ আউটলাইন, বিসিকের ইতিহাস, শিল্পের উন্নয়ন ও পরিচিতি তুলে ধরা হয়। শিল্প কী, শিল্প নীতি, আয়কর, কর অবকাশ, অবচয়, প্রশিক্ষণ কোর্সে উদ্যোক্তার বৈশিষ্ট্য ও গুণাবলী, প্রকল্প প্রস্তাব অনুসন্ধান এবং লাভজনক প্রকল্প বাছাই, আর্থিক বিশ্লেষণ বিষয়ে আলোচনা করা হয়।
Write to Md Naeem Islam