শেরপুরে অসহায় ৩৫ জন শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। গেল ২০ ফেব্ররুয়ারী জেলার শ্রীবরদী উপজেলায় পশ্চিম বাদেঘোনা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী ও পুরুষ্কার বিতরণ করে শিশুদের জন্য ফাউন্ডেশন শেরপুর শাখা।
এসময় শিশুদের জন্য ফাউন্ডেশন শেরপুর শাখার সভাপতি মাহমুদুল আহসান মিল্লাতের সার্বিক ব্যাবস্থাপনায় প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বাদেঘোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে যথাক্রমে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছায়েদুর রহমান শাওন, শেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহীদুর রহমান বিপন, আতিউর রহমান আতিক ও মতিউর রহমান মতিন প্রমুখ।
উল্লেখ্য , শেরপুরে শিশুদের জন্য ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের সামাজিক কাজে নিজেদের গুরুত্বর্পূন ভূমিকা রেখে চলছে।