শেরপুর জেলার নকলা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ পালন উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি শনিবার দিন ব্যাপী নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক শাখার ২৯ টি স্কুল ও ১৯ টি মাদরাসার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষানুরাগী মহল উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদের ত্বত্তাবধানে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। উক্ত অনুষ্ঠানে উপজেলা সেরা শিক্ষা প্রতিষ্ঠান, সেরা প্রধান/সুপার, সেরা শ্রেণি শিক্ষকও নির্বাচন করা হয়।
শিক্ষার্থীদের প্রতিযোগিতার বিষয় গুলোর মধ্যে কিরাত, হামদ, নাত, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান, অভিনয় ইত্যাদি ছিলো উল্লেখযোগ্য।