শেরপুরের ঝড়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে সংগঠন দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস) এর আয়োজনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
৩০ মার্চ শুক্রবার ঝিনাইগাতি উপজেলার কালিবাড়িস্থ ডপস প্রধান কার্যালয়ে শিক্ষার্থীদের এ উদ্বুদ্ধকরণ সেমিনার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ডপস সদস্য আমিনুল ইসলাম, রাসেল মিয়া, আলিম হোসেন, মেডিকেল কলেজের শিক্ষার্থী পারভেজ ফারুক।
এসময় নালিতাবাড়ি নলজুরা ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ঝিনাইগাতি উপজেলার এফ রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আলী, কবি হাসান শরাফত, সাংবাদিক হাকাম হিরা, বিপ্লব দে কেটু, আব্দুল মান্নান সোহেল, সানী ইসলাম, পাতাবাহার খেলাঘর এর সহ সভাপতি মোমিনুল ইসলাম মমিন প্রমূখ।
অনুষ্ঠানের মুখ্য সমন্বয়ে ছিলেন ডপস প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া, বিএসপি। পরে জেলার চার উপজেলার বিভিন্ন স্কুলের বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত ২৬০ জন শিক্ষার্থী ডপস সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এসব ডপস সদস্যদের জীবন অন্য দশজন শিক্ষার্থীর মত মসৃণ নয়। এরা অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা। ডপসের সামান্য সহযোগিতায় খুবই কষ্টের মধ্যে দিয়ে নিজেদের লেখা পড়া অব্যহত রেখেছে।
উল্লেখ্য এবার এইচএসসিতে ডপস সদস্য ১৩ জন শিক্ষর্থী পরীক্ষা দিচ্ছে। এদেরকেও ফাইল কভার, স্কেল, কলম ইত্যাদি বিতরণ করা হয়।