‘অধিকার ও সত্যের পক্ষে’ এ স্লোগানকে ধারণ করে শিক্ষাবিষয়ক জাতীয় অনলাইন নিউজপোর্টাল ‘শিক্ষাবার্তা ডটকম’র দ্বিতীয় বর্ষপূির্ত তথা তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৫ মে শনিবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট দ্বিতীয় তলার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর প্রেসক্লাব ও শেরপুর আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার ও বিশেষ অতিথি হিসেবে শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ বক্তব্য রাখেন।
এসএ টিভি’র জেলা প্রতিনিধি প্রভাষক মহিউদ্দিন সোহেল এর সভাপতিত্বে এবং ‘শিক্ষাবার্তা ডটকম’র জেলা প্রতিনিধি জিয়াউল হক জুয়েলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে এশিয়ান এজ’র প্রতিনিধি মোশারফ হোসেন, সাংস্কৃতিক কর্মী মুক্তা সাহা, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও শেরপুর প্রতিদিন’র নির্বাহী সম্পাদক সোহেল রানা, ক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, সাংগঠনিক সম্পাদক জুবাইদুল ইসলাম , সাংবাদিক জাহিদুল হক মনির, শাকিল মুরাদ, নাইম ইসলামসহ শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্যগণ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।