যোগ্যতা সম্পন্ন সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ বাস্তবায়নের লক্ষে শিক্ষক জমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। আজ দুপুর ১২টায় শহরের টাউন হল মার্কেটের অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. হুমায়ুন কবীর পন্ডিত। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. ছালেহ্ উদ্দিন।
বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির ঝিনাইগাতী শাখার সভাপতি মো. মিজানুর রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. দ্বীন ইসলাম বাদল, যুগ্ম মহাসচিব মো. সিরাজুল ইসলাম, সদস্য মো. মোনায়েম খান প্রমুখ।
বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শেখ রাজু আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি শ্রীবরদী শাখার সভাপতি সিরাজুল ইসলাম, নকলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম উজ্জল, নালিতাবাড়ী শাখার মো. আব্দুল খালেক প্রমুখ।
বক্তারা বলেন, আমরা অনেক সহ্য করেছি। এখন আমাদের বয়স হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যোগ্যতা সম্পন্ন সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ বাস্তবায়ন করবে বলে আমরা আশা করছি। আমরা খুব শীঘ্রই দেশনেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবো। তিনি আমাদের দিক বিবেচনা করে আমাদের যোগ্যতা সম্পন্ন সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জাতীয়করণ বাস্তবায়ন করবে।