‘অপরাধীদের শাস্তি চাই, কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই’ এ শ্লোগানকে সামনে রেখে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর জেলা ইউনিটের উদ্যোগে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুর রশিদ।
এতে বক্তব্য দেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক একেএম আলিফ উল্লাহ আহসান, শেরপুর সরকারি কলেজের শিক্ষক মো. ইমরান হোসেন, মো. আব্দুর রাজ্জাক খান, শিব শংকর কারুয়া, মনোয়ার হোসেন, শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক আবু রায়হান আল বেরুনী, ছামিউল করিম, শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষক মো. মাসুদুজ্জামান, নাজমুল আলম সিদ্দিকী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষকরা সরকারের উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যেই নিরলস কাজ করে যাচ্ছে। তাই শিক্ষকদের নিরাপত্তা প্রদানে সরকারকেই ভূমিকা রাখতে হবে। কর্মক্ষেত্রে যদি নিরাপত্তা নিশ্চিত করা না হয় তবে এ পেশায় মেধাবীরা এগিয়ে আসবে না। সকল শিক্ষককে নিজেদের মধ্যে বিভক্তি কমিয়ে এনে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, নিজেরা সুসংগঠিত না থাকার কারণে প্রশাসনের পক্ষ থেকেও কাংখিত সহযোগিতা পাওয়া যায় না। বক্তারা অবিলম্বে বিসিএস শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচনও দাবী করেন।