শেরপুরে চৈতনখিলা জাব্বারিয়া দাখিল মাদরাসার পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আবুল কামাল কর্তৃক সুপার মো. আইন উদ্দিনকে শারিরিকভাবে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সেই সাথে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ওই নির্যাতনকারী কালাম মিয়াকে গ্রেফতার করার দাবি জানিয়েছে জেলা জামিয়াতুল মোদারেছিন শেরপুর জেলা শাখা। ১২জুলাই বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার চৈতনখিলা এলাকার মাদ্রাসার সামনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসীরা এ মানববন্ধন করেন।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা জামিয়াতুল মোদারেছিনের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, চৈতনখিলা জাব্বারিয়া দাখিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা মুনছর আলী, শিক্ষার্থী বায়েজিদ, রুখসানা, আবু রাশেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে মাদ্রাসার সুপার আইন উদ্দিনের সঙ্গে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আবুল কালামের দ্বন্দ্ব ও বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৮ জুলাই রোববার সকালে আবুল কালাম তাঁর চৈতনখিলা বটতলা বাজারের ব্যক্তিগত কার্যালয়ে ডেকে নিয়ে সুপার আইন উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করায় কালাম সুপার আইন উদ্দিনকে কিলঘুষি ও বেদম মারপিট করেন। এক পর্যায়ে তিনি (কালাম) সুপার আইন উদ্দিনকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেন। এ ঘটনার বিচার দাবি করে ও নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে সুপার আইন উদ্দিন সদর থানা ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার নিকট আবেদন জানিয়েছেন।
মানববন্ধনে বক্তারা এ ঘটনার জন্য দায়ী মাদ্রাসার সাবেক সভাপতি আবুল কালামকে অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে সাবেক সভাপতি আবুল কালাম বলেন, মাদ্রাসার সুপার আইন উদ্দিন বিভিন্ন সময়ে তাঁর দুর্নীতি ও অপকর্ম ঢাকতে তাঁর (আবুল কালাম) বিরুদ্ধে কয়েকজন শিক্ষককে নিয়ে এ ধরনের ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।