সনাতন ধমাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। তিনি জেলা সদরের মন্ডপে মন্ডপে খাবার বিতরণ করছেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিজুসহ আরও অনেকে।
এসময় ছানোয়ার হোসেন ছানু বলেন, শেরপুর জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে স্বাধীনভাবে। শুধু তাইনয়, এ শহরের সবচেয়ে বড় মসজিদ মাইসাহেবা জামে মসজিদের পাশেই মদন গোপাল মন্দির, জেলা শহরের আরো বেশকিছু মসজিদ ও মন্দির পাশাপাশি অবস্থিত। মসজিদে ইবাদত করছে মুসলমানরা আর হিন্দুরা পূজু করছে মন্দিরে। এতে কারোর কোন সমস্যা হচ্ছে না। আজ পর্যন্ত এখানে কোন অপ্রতিকর ঘটনা ও সাম্প্রদায়িক সমস্যা হয় নি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। তিনি মহান মুক্তিযু্দ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলার আহ্বান জানান।