শেরপুরে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার প্রথম দিনে বাংলা প্রথমপত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়েছে ।
এ বছর শেরপুরের পাঁচটি উপজেলার ২৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৫ হাজার ৯৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
এর মধ্যে সাধারণ বোর্ডে ১১টি কেন্দ্রে ৮ হাজার ৯৩৬ জন, কারিগরী বোর্ডের ১১টি কেন্দ্রে ৫ হাজার ১৩৩ জন এবং মাদ্রাসা বোর্ডের ৫টি কেন্দ্রে ১ হাজার ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এইচএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।