শেরপুর জেলা শহরের ৩টি ক্রীড়া সংগঠনের উদ্যোগে আয়োজিত শহীদ দারোগ আলী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার বিকেলে শেরপুর পৌর পার্কে অনুষ্ঠিত ওই টুর্ণামেন্টের উদ্বোধন করেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শেরপুর টাইমসের প্রকাশক আনিসুর রহমান, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মানিক দত্ত।
উদ্বোধনী খেলায় চকপাঠক ক্রীড়া চক্রকে খোয়ারপাড় শাপলা চত্ত্বর স্পোর্টিং ক্লাব ৫-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করে। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পায় খোয়ারপাড় শাপলা চত্ত্বর স্পোর্টিং ক্লাবের দিপু। টুর্ণামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করছে।