শেরপুরে শব্দ দূষণ, বায়ূ দূষণ, নিষিদ্ধ পলিথিন, ডেঙ্গুরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা হয়েছে। ১১ সেপ্টম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রধান অতিথি এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.বি.এম. এহছানুল মামুন। জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে মুলপ্রবন্ধ পাঠ করেন সাংবাদিক হাকিম বাবুল।
এসময় শব্দ ও বায়ূ দূষণ রোধে আইনের যথাযথ প্রয়োগ ঘটাতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক, নির্মাণ শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট-গার্লস গাইড, রেডক্রিসেন্ট-বিএনসিসি, সাংবাদিক-পেশাজীবী সহ সকল শ্রেনীপেশার মানুষকে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।