শেরপুরে পৃথক অভিযান চালিয়ে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ৯ জানুয়ারি রবিবার বিকেলে ও সন্ধ্যায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর কামারবাড়ি ও লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৪ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামের মো. কামাল হোসেনের ছেলে পারভেজ আহম্মেদ (১৮) ও লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামের মো. আমেজ উদ্দিনের ছেলে মো. ইয়াকুব (২১)। সোমবার দুপুরে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, রবিবার বিকেল পৌণে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর কামারবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব সদস্যরা। ওইসময় ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী পারভেজ আহম্মেদকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এদিকে একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে আরেকটি মাদকবিরোধী অভিযানে দেড় গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. ইয়াকুবকে আটক করে র্যাব সদস্যরা। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এছাড়াও তার কাছ থেকে ২টি মোবাইল সেট (সীমসহ) এবং নগদ ৪ হাজার ৩শ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় ধৃত মাদক ব্যবসায়ী পারভেজ ও ইয়াকুবকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।