শেরপুরে ইযাবাসহ আনিছুর রহমান নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। মঙ্গলবার সকালে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের ব্যাঙ্গের মোড় থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপপ্তিতে বলা হয়, ৭ মে মঙ্গলবার সাকাল সোয়া ১০ টার দিকে শেরপুর-জামালপুর ফিডার রোডের চর পক্ষীমারি ইউনিয়নের ডাকপাড়াস্থ ব্যাঙ্গের মোড় নামক স্থানে র্যাবের গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব কুমার দেব ও সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান পরিচালনা করা হয়।
এসময় পার্শ্ববর্তী চুনিয়ার চর গ্রামের মৃত শায়তুল্লাহ শেখের ছেলে সন্দেহভাজন আনিছু রহমানকে তল্লাসি করে ৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।