শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ মো. আনন্দ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪। ২৮ ডিসেম্বর মঙ্গলবার রাতে শহরের খোয়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনন্দ শহরের সজবরখিলা এলাকার মো. দুলাল মিয়ার ছেলে। বুধবার দুপুরে মাদক আইনের মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌণে ১০টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের ও অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর সংলগ্ন শ্রমিক অফিসের সামনে পাকা রাস্তায় অভিযান চালায় র্যাব সদস্যরা। ওইসময় ৫০ পিস ইয়াবাসহ আনন্দকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় র্যাবের এক সদস্য বাদী হয়ে আটক যুবকের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
তিনি আরও বলেন, আটক যুবক দীর্ঘদিন যাবৎ সদর থানার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহসহ নিজে ইয়াবা সেবন করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।