শেরপুরে আন্তজার্তিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সামাজিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর সকালে পৌর যাদুঘর প্রঙ্গনের মুক্তমঞ্চে এ সমাবেশ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে বিশেষ অবদান রাখার জন্য ৬ নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মানানপ্রাপ্তরা হলো, কৃষিতে হালিমা বেগম, আদিবাসী নারী সংগঠক বন্ধনা রাণী সরকার, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সঞ্চিতা হোড় দিপু, নারী অধিকার প্রতিষ্ঠায় জয়শ্রী দাস লক্ষি, নারী ক্রিকেটার নিগার সুলতানা ও নারী উদ্যোক্তা আইরিন পারভিন।
জন উদ্যেগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তপন সারোয়ার, সংগঠক হাকিম বাবুল, শামীম হোসেন, জুথি প্রমূখ।