কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮ তম প্রয়াণ দিবস উপলক্ষে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগষ্ট) বিকেলে শেরপুর মিডিয়া সেন্টারের উন্মুক্ত ছাদে এ সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন গাঙচিলের আহ্বায়ক সাংবাদিক ও কবি রফিক মজিদ। গাঙচিলের সদস্য সচিব কবি মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় রবীন্দ্রনাথের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেন সভাপতি রফিক মজিদ। পরে উপস্থিত কবিদের মধ্যে কবিতা আবৃত্তি করেন কবি রাবিউল ইসলাম, কবি আরিফ হাসান, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি জান্নাতুল রিকসনা, কবি রুবেল খান, কবি মিজানুর রহমান, কবি মকবুল হোসেন, কবি উমর ফারুক, তথ্য বিষয়ক অনলাইন মিডিয়া ‘আওয়ার শেরপুর’ এর সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমূখ।