উপমহাদেশের প্রখ্যাত বিপ্লবী রবি নিয়োগীর ১৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ছাত্র ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত বিপ্লবী সম্পর্কে পরীক্ষা ভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা শেরপুরের নালিতাবাড়ীর আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।
আজ ৩১ জুলাই বুধবার দুপুরে রবি নিয়োগী স্মৃতি পরিষদের আয়োজনে আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগেন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি মোস্তফা কামাল । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণি সিং কল্যাণ ট্রাস্ট্রের অন্যতম ট্রাস্ট্রি প্রদীপ চক্রবর্তী ,বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদের সভাপতি ড.সুধাময় দাস, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তালুকদার ,ঘাতক দালাল নির্মূল কমিটির নালিতাবাড়ী উপজেলার সভাপতি নাজিম উদ্দিন আহমেদসহ প্রমুখ ।
আলোচনা শেষে প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয় । অনুষ্ঠানের শুরুতে ও শেষে শেরপুরের স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন সাম্যের গান ।
উল্ল্যেখ্য বিপ্লবী রবি নিয়োগী ছিলেন শেরপুর জেলার কৃতি সন্তান । উপ মহাদেশের প্রখ্যাত একজন নেতা। তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন টংক তেভাগাসহ বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দেন । তিনি ভারতের আন্দামানের সেলোলার কারাগার সহ দির্ঘ রাজনৈতিক জীবনে ৩৪ বছর কারাবরণ করেন । ২০০২ সালে ১০ মে শেরপুর শহরের নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন । তিনি ব্যাক্তি জীবনে সাংবাদিক ছিলেন । সেই সাথে শেরপুর প্রেসক্লাবের সভাপতিও ছিলেন । দৈনিক সংবাদের আমৃত্যু নিজস্ব প্রতিবেদক ছিলেন ।