জাতীয় যুবনীতির আলোকে যুব নেতৃত্ব গঠন এবং সমাজে শান্তি, সহনশীলতা ও নাগরিক অধিকার বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘আস্থা’ নামে একটি প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে শেরপুরে।
১৫ জানুয়ারি সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। অনুষ্ঠানে বাস্তবায়নকারী স্বাবলম্বী উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল স্বাগত বক্তব্য রাখেন ৩ বছর মেয়াদী এ প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী এম.এ.খালেদ।
সভায় জানানো হয়, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও জামালপুর জেলার ৩১টি উপজেলার ৩০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে।
শেরপুরের ৫ উপজেলায় ১টি করে ৫টি যুব ফোরাম গঠন করা হবে যার প্রতিটিতে ৩০ জন করে সদস্য থাকবেন এবং জেলায় যুবদের কাজে সহযোগিতার জন্য ৩০ জনের একটি নাগরিক প্ল্যাটফর্ম থাকবে।
আগামী ২০২৬ সালের জুন পর্যন্ত জেলায় ৮৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে। সভায় সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উন্নয়ন কর্মী, সংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।