শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবী সংগঠন যুব কাফেলা অব বাংলাদেশ’র পক্ষ থেকে শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে । শনিবার (২৩ মে) দুপুরে হতদরিদ্র অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেয় সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ শাহিনুর ইসলাম শাহিন, আব্দুল করিম এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ এম আরএইচ আব্দুর রহমান বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় গরীব মানুষের কথা চিন্তা করে আমরা আমাদের সাধ্যমত সেবার হাত বাড়িয়ে দিয়েছি। তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি এবং আমাদের এই সামান্য উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি মাত্র।
সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি মোঃ মামুন রানা বলেন, আমরা শুরু থেকে যেভাবে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। তাদেরকে আমাদের সাধ্যমত সহযোগিতা করেছি। ভবিষ্যতেও যেনো তাদের পাশে দাঁড়াতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।