শেরপুরে দুইটি আলাদা মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল (৪ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও রাতে গাজীপুর থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাপ ঝিনাইগাতীর এবং বাবুল তিলক দাস নকলা থানার শিশু অপহরণ ও ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামী।
র্যাব-জামালপুরের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান সংবাদ সম্মেলনে জানায়, ঝিনাইগাতী থানার ২০১৪ সালের শিশু অপহরণ ও ধর্ষণের দায়ে ডেফলাই গ্রামের ছাবেদ আলীর ছেলে গোলাপ হোসেন (৪০) কে পলাতক থাকায় তার অনুপস্থিতিতে ২০২১ সালে এবং নকলা থানার ২০১৯ সালের কলেজ ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় পলাতক আসামী বাবুল তিলক দাসের অনুপস্থিতিতে ২০২২ সালে যাবজ্জীবন সাজা প্রদান করেন আদালত।
পলাতক সাজাপ্রাপ্ত এই দুই আসামীকে তথ্য প্রযুক্তির সহায়তার সনাক্ত করে গাজীপুর ও আশুলিয়া থেকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।