যানজট নিরসন ও ট্রাফিক কার্যক্রম ব্যবস্থাপনায় সচেতনতা সৃষ্টিতে জেলার পরিবহন সংগঠন গুলোর সাথে মতবিনিময় করেছে শেরপুর জেলা পুলিশ।
অাজ দুপুরে শেরপুর সদর থানা চত্তরে আয়োজিত এ মতবিনিময় সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অাশরাফুল অাজীম।
এছাড়াও শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আমিনুল ইসলাম, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলা, পুলিশ পরিদর্শক(শহর ও যানচলাচল) মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন,যানবাহন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় শেরপুর জেলা শহরসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক যানজটমুক্ত রাখতে সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেন পুলিশ সুপারসহ অন্যান্য অতিথিরা।