যথাযোগ্য মর্যদায় শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালন করা হয়েছে।
আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জীবনী নিয়ে প্রধানমন্ত্রীর ভাষন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনেন আমন্ত্রিতরা। দিবসটি উপলক্ষে মুজিব পদক প্রদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
শেরপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজিত এবং জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক এমপি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।
অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলমামুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর, শেরপুর সোনালী ব্যাংক লিমিটেডের এজিএম হাসান হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে জেলার তৃতীয় লিঙ্গের সম্প্রদায় ও দুস্থ নারীদের মাঝে ৩৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
এছাড়া ৩০ জন দুস্থের মাঝে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২ হাজার করে টাকা, জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৬টি পরিবারের মাঝে নগদ ৫ হাজার করে টাকা ও ৮ জন শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার করে টাকা এবং আর সিএসআর করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় সোনালী ব্যাংক লিমিটেডের মাধ্যমে ১০ জনের মাঝে ২ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়।