শেরপুর ‘ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে’ স্বাগতিক শেরপুর জেলা পুলিশ দলকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনা জেলা পুলিশ দল। শেরপুর পুলিশ লাইন্স মাঠে ২৪ মার্চ শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টস জিতে নেত্রকোনা জেলা দল প্রথম ব্যাট করে।
নিধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নেত্রকোনা ১৮৭ রান করে। নেত্রকোনার পক্ষে ব্যাটসম্যান সাদ্দাম ৩৫ রান, অলরাউন্ডার অপরাজিত সামিউল ৩১* রান, আক্তার ৩১ রান করেন এবং অতিরিক্ত থেকে আসে ২৪ রান। শেরপুরের পক্ষে রনি ৩০ রানে ২টি ও হাফিজুর ৫০ রানে ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে নেত্রকোনার বোলার ফেরদৌসের বোলিং তোপের মুখে ১৩ দশমিক ১ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট হয় শেরপুর জেলা দল। শেরপুরের পক্ষে আরাফাত ৩৩ রান এবং সোহাগ ১৭ রান করেন। নেত্রকোনার বোলার ফেরদৌস ৩ দশমিক ১ ওভার বোলিং করে ৩০ রানে দখল করেন ৬ ইউকেট নিয়ে ‘ম্যান অব দি ফাইনাল’ পুরষ্কার লাভ করেন। টুর্নামেন্টে নেত্রকোনার অলরাউন্ডার সাদ্দাম হোসেন সর্বোচ্চ ১৩১ রান ও ১ উইকেট দখল করে ‘ম্যান অব দি সিরিজ’ পুরষ্কার লাভ করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কারের ট্রফি ও মেডেল বিতরণ করেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি সৈয়দা সাহিদা রুমি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গণি। টুর্ণামেন্টে ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলার স্বাগতিক শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা পুলিশ দল অংশগ্রহণ করে।