শেরপুরে ১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। জেলা পুলিশ লাইন্স একাডেমী মাঠে স্বল্পদৈর্ঘ্যের এ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
উদ্বোধনী খেলায় নেত্রকোনা জেলা পুলিশ দল ৭ উইকেটে শেরপুর জেলা পুলিশ দলকে পরাজিত করে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শেরপুর জেলা দল নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬১ রান করেন। জবাবে নেত্রকোনা জেলা দল ৭ দশমিক ৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৬৫ রান তুলে জয়লাভ করে।
দ্বিতীয় খেলায় ময়মনসিংহ জেলা পুলিশ দল ও জামালপুর জেলা পুলিশ দল প্রতিদ্বন্দ্বিতা করে। টস হেরে জামালপুর জেলা পুলিশ দল ব্যাটসম্যান রাশেদুলের ৭ চার ২ ছক্কায় অর্ধশতক (৫২ রান) এবং রুবেল হোসেনের ৫ ছক্কায় অপরাজিত ৩৪ রানের ওপর ভর করে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৯ রান করে। পক্ষান্তরে ১০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ময়মনসিংহ জেলা পুলিশ দল ১০ ওভারে ৪ উইকেটে ৯৬ রান করলে ৬ রানের জয় পায় জামালপুর জেলা পুলিশ দল।
খেলা শুরুর আগে প্রধান অতিথি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম কবুতর ও বেলুন উড়িয়ে খেলা উদ্বোধন করেন। এসময় শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টি-টেন (প্রতি দল ১০ ওভার করে) পদ্ধতির এ টুর্নামেন্টে ময়মনসিংহ বিভাগের রেঞ্জ পুলিশের আওতায় স্বাগতিক শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার পুলিশ দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করছে।
আগামী ২২ ফেব্রুয়ারী একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।