শেরপুরে মোটরসাইকেল চাপায় মো. জমির উদ্দিন (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে শহরের চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। জমির উদ্দিন স্থানীয় মৃত হযরত আলীর ছেলে ও পেশায় মুদি দোকানদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জমির উদ্দিন ব্যবসায়িক কাজ শেষ করে শহরের চাপাতলী এলাকার বাসায় ফিরছিলেন। ওইসময় চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জমির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুনসুর আহম্মেদ জানান, ওই ঘটনায় নিহতের ছেলে আজমত মিয়া মোটরসাইকেল চালক রাজু মিয়াকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত হয়েছে। পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে।