শেরপুর পৌর শহরের থানাঘাট এলাকায় মৃগীনদী থেকে ১৬ জুলাই রোববার দুপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে লাশকাটা ঘরের পিছনে মৃগী নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে প্রবল শ্রোতের মধ্যে ঘন্টাখানেক চেষ্টা করে অর্ধ গলিত মৃতদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার উপ-পরিদর্শক মো. শহিদুজ্জামান বলেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক চল্লিশ বছর হবে। তাঁর লম্বা গোফ ও দাঁড়ি রয়েছে। পড়নে লুঙ্গি ছাড়া অন্য কিছু ছিলনা। তিনি বলেন, সম্ভবত তাঁকে বেশ কয়েকদিন আগে হত্যা করে নদীতে ফেলে দেওযা হয়। পরে ঢলের পানিতে লাশ শেরপুর আসে। প্রাথমিকভাবে ওই ব্যক্তি কোন পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।