শেরপুরে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় রৌহা ইউনিয়ন একাদশ জয়ী হয়েছে । নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় টাইব্রেকারে গড়ায় খেলাটি । পরে টাইব্রেকারে গাজীরখামার ইউনিয়ন দলকে ৪-২ গোলে পরাজিত করে রৌহা ইউনিয়ন জয়ী হয়।
এর আগে সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের চকপাঠক এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ ফিরোজ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শরিফুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দেড় লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে এক লক্ষ টাকা নগদ পুরস্কারসহ ট্রফি দেওয়া হবে। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।