জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে শেরপুরে দিনব্যাপী বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) শহরের নবারুণ পাবলিক স্কুলে নবারুণ ডিবেটিং ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের উৎসবের মূল পর্বে অংশগ্রহণ করে নবারুণ পাবলিক স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বিতার্কিক দল।
ইউসিবি ব্যাংক, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশন ও শেরপুর সরকারী কলেজ ডিবেটিং ক্লাবের সহযোগিতায় আয়োজিত উৎসবে মোট ৩ পর্বে ৪টি বিতার্কিক দল অংশগ্রহণ করে। মূল পর্বে “প্রচলিত শিক্ষা ব্যবস্থাই মেধা বিকাশের উত্তম পন্থা” বিষয়ে অংশগ্রহণ করে পক্ষ দল শেখ আরজু মণি (দশম শ্রেণি) বিজয়ী হয়। বিপক্ষ দলের দলনেতা সেতু শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন।
নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ ডিস্ট্রিক্ট ফেডারেশন ময়মনসিংহ অঞ্চলের সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী, ইউসিবি শেরপুর শাখার ডেপুটি ম্যানেজার রেজাউল ইসলাম, নবারুণ পাবলিক স্কুলের চেয়ারম্যান আনোয়ারুল হাসান উৎপল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারোয়ার, শেরপুর সরকারী কলেজের উপাধক্ষ্য আব্দুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের মাঝে সম্মাননা ও জয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।