শেরপুরে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা মুজিবনগর দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দেশ গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করার উপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফরিদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। ওইসময় মুজিবনগর দিবসের প্রেক্ষাপটের উপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন সহকারী কমিশনার মেজবাউল আলম ভূইয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহ্ম্মাদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেলালুজ্জামান সরকার, এনডিসি মাসুদ রানা, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোখলেসুর রহমান আকন্দসহ অন্যান্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।