শেরপুরে মুগ ডাল চাষের ওপর ৩১ জুলাই সোমবার দুপুরে এক প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। চাষী পর্যায়ে উন্নতজাতের তেল-ডাল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন (২য় পর্যায়)-এর আওতায় সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের জঙ্গলদী গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন বলেন, উন্নত প্রযুক্তির বারি-৬ জাতের মুগডাল চাষাবাদে মাত্র ৬৫ দিনে ফলন ঘরে তোলা যায়। উঁচু, পানি জমেনা এমন জমিতে মুগডাল চাষ ভালো হয়। এতে পানি সেচ কম লাগে, একর প্রতি গড় ফলন প্রায় ১৫ মণ। ডাল আমাদের খাদ্যে পুষ্টিমান বৃদ্ধি করে।
স্থানীয় আদর্শ কৃষক মো. রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে মাঠ দিবসে অন্যান্যের মাঝে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, কৃষক জমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুগ ডাল ও তিল আবাদকারি কৃষক জয়নাল আবেদীনের ৫০ শতক জমির মুগডাল থেকে ৬০ কেজি উন্নতজাতের সংরক্ষিত বীজ প্রদর্শন,মুগডাল চাষ পদ্ধতি এবং বীজ সংরক্ষণ কলাকৌশল সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। পরে কৃষি কর্মকর্তারা জঙ্গলদী ব্লকে ১০০ কৃষক পরিবারের নিরাপদ সব্জী উৎপাদন উদ্বুদ্ধকরণ কার্যকমের আওতায় এক স্থানীয় আইসিএম কাবের কৃষক সমাবেশে অংশগ্রহন করেন। এসময় সব্জী চাষীদের জৈব বালাই দমন ব্যবস্থাপনা, সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার, ভার্মি কম্পোস্ট তৈরী ও ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়।