মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ বেলা সাড়ে ১২ টায় মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা দেয়া হয়।
শেরপুর জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রফিকুল হাসান গনি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এএসএম নুরুল ইসলাম হিরু প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন শেরপুর সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া এবং স্বাগত বক্তব্য উপস্থাপন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।