শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা, উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মার্চ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর পৌরসভার আয়োজনে এসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
প্রধান আলোচক জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন সময়ে জীবন বাজি রেখে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছেন। লাল সবুজের পতাকার জন্য সেদিন নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন। সেই স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদের শেরপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার আবু সালেহ নুরুল ইসলাম হিরো, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অলোচনা সভা শেষে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার অর্থায়নে ১৬০ জন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।