শেরপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতাই বসাই’ প্রচারপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৭ অক্টোবর শনিবার সকালে শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে শহরের থানা মোড় চত্বরে সদর কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন ১১ নং সেক্টরের কোম্পানী কমান্ডার মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন।
আলোচনা সভা শেষে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কের জনসাধারণের মাঝে ‘নৌকায় ভোট দিন’ লেখা আওয়ামী লীগের ৪০ টি উন্নয়ন ও সফলতার তথ্য সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। এসময় সদর উপজেলার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।