মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের বিদেহী আত্মার শান্তি কামনায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেয়া সকলে জেনারেল দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালোব্যাজ ধারণ করেন এবং নিরবতা পালন করেন। কর্মসূচির প্রতিপাদ্য ছিল “অমৃতলোকের যাত্রায় জেনারেল দত্ত, তোমার আদর্শে পথ চলব চিরকাল”।
সকালে শেরপুর কালেক্টরেটের প্রধান ফটকে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের তরফ থেকে এ কর্মসূচি পালিত হয়। সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে ও প্রভাষক মলয় চাকীর সঞ্চালনায় মানববন্ধনে জেলা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কানু চন্দ্র চন্দ, শেরপুর জনউদ্যোগ আহবায়ক শিক্ষাবিদ আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে, সদর উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ, অদম্য শেরপুরের আহবায়ক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, জেলা পুরোহিত কল্যাণ পরিষদের সভাপতি কবি কমল চক্রবর্তী, সাবেক সভাপতি শিক্ষাবিদ বিপুল চক্রবর্তী, সাধারন সম্পাদক বিশ্বনাথ ভট্টাচার্য, সাবেক সাধারন সম্পাদক সঞ্জীত চক্রবর্তী, সদর উপজেলা ট্রাইবাল সাধারন সম্পাদক মিন্টু বিশ্বাস, আদিবাসি নেতা ও শহর ঐক্য পরিষদ সভাপতি মনিন্দ্র বিশ্বাস, রবিদাস ও ঋষি সম্প্রদায়ের সভাপতি মিলন রবিদাস প্রমূখ বক্তব্য রাখেন।
এদিকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে একই সময় ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ী ও নকলা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইগাতী বাজারে সংগঠনের সভাপতি রবেতা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শিক্ষক জীবন চক্রবর্তী, প্রমোদ রায় প্রমূখ। শ্রীবরদী পৌর শহরের পানহাটি এলাকায় সুশান্ত কুমার সোম মনার সভাপতিত্বে ও দিলীপ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, পন্ডিত রবিন্দ্র নাথ বিশ্বাস, শহর ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাজন চন্দ্র দাস প্রমূখ। নালিতাবাড়ীতে গোপাল সরকারের সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে গোপাল জিউর মন্দিরে প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়।