স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও মুজিববর্ষ উপলক্ষে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার (১ মার্চ) থেকে জেলা প্রশাসনের আয়োজনে ডিসি উদ্যানের বিজয় মঞ্চে এ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার মাহমুদুল হাসান শেরপুর টাইমসকে জানান, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান দেখার জন্য প্রায় ৫শ চেয়ারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা অনুষ্ঠান চলাকালীন সময়ে নিরাপত্তা দিচ্ছেন। পাশাপাশি যাতে কোন বিশৃঙ্খলা করতে না পারে এজন্য ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি করছে জেলা প্রশাসন। এছাড়া বই মেলার আয়োজন করারও করা রয়েছে বলে জানিয়েছেন তিনি।