তৃণমূল পর্যায়ের জনগণকে মানবাধিকার এবং জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় জাতীয় মানবাধিকার কমিশন ১ এপ্রিল শনিবার ‘মানবাধিকার : ধারণা ও প্রায়োগিক দিকসমূহ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষনিক সদস্য মো. নজরুল ইসলাম। এসময় তিনি জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা, কার্যাবলি এবং অভিযোগ দায়েরের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। কর্মশালায় শিশু অধিকার, প্রতিবন্ধী অধিকার ও অভিবাসী কর্মীদের অধিকার সম্পর্কিত তিনটি প্রবন্ধ উপস্থাপন করে এ বিষয়ে দেশের চলমান বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিতকরণ করা হয়। পরে মুক্ত আলোচনায় কিভাবে জাতীয় মানবাধিকার কমিশন মানবাধিকারের প্রায়োগিক দিকসমুহ তৃণমূল পর্যায়ে আরও কার্যকর করা যায় সে বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন কর্মশালাটি সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি পুলিশ সুপার রফিকুল হাসান গণি, জাতীয় মানবাধিকার কমিশনের সহকারি পরিচালক সাজ্জাদুর রহমান, ওয়ার্ল্ডভিশনের সিনিয়র এডিপি ম্যানেজার সজল বৈদ্য, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারি পরিচালক আলী আকবর প্রবন্ধ উপস্থাপন করেন।
জেলা প্রশাসনের কর্মকর্তা, ৫ উপজেলার ইউএনও, পুলিশ পরিদর্শক, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, মানবাধিকার কর্মী, আইনজীবী সহ অর্ধশতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
খবরটির ভিডিও দেখতে ক্লিক করুন