শেরপুরে ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে শিশু আদালত।
৮ নবেম্বর বুধবার বিকেলে এ সাজার রায় ঘোষণা করেন শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন। সাজাপ্রাপ্ত মজিবর রহমান সদর উপজেলার চক আন্ধারিয়া গ্রামের কুতুব আলীর ছেলে পলাতক রয়েছে বলে জানান আদলতের বিশেষ পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু।
সদর উপজেলার হাওড়া এলাকার ওই মাদ্রাসা ছাত্রীকে ২০১৪ সালের ২৯ জুলাই ঈদের দিন খালার বাড়ী বেড়াতে যাওয়ার পথে আমতলি এলাকায় সাজাপ্রাপ্ত কুতুব আলী জোরপূর্ব অপহরণ করে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার করে।