যুব সমাজের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে শেরপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে যুব উন্নয়ন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা যুব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় পাঁচ শতাধিক যুবক মাদক বিরোধী শপথ গ্রহণ করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। সভায় অন্যান্যের বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিহুর রহমান সোহেল, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত, তরুণ উদ্যোক্তা মিনহাজ উদ্দিন সহ অনেকে।
এসময় বক্তারা যুবকদের আত্মনির্ভরশীল হতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণ করে বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহবান জানান। এছাড়া মাদকের কুফল সম্পর্কে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্ব আরোপ করেন।