বাংলাদেশের ৩২ জেলায় মাদক পাচারের চিত্র এবং পাচার মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারণ বিষয়ক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। বুধবার (৮ জুন) দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হলরুমে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম। স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক স্বাধীন চৌধুরীর সভাপতিত্ব অন্যান্য অতিথি ছিলেন সমাজসেবিকা রাজিয়া সামাদ, সিনিয়র শিক্ষক নাসরিন সুলতানা, মাদক পরিদর্শক এনামূল হক। এসময় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. শওকত হোসেন, পৌর কাউন্সিলর ইদ্রিস আলী গেন্দাকুল, সংরক্ষিত কাউন্সিলর নাজমা আক্তার, সাংবাদিক রফিক মজিদ, বিপ্লব দে কেটু প্রমূখ। কর্মশালায় মাদক পাচারের চিত্র চিহ্নিতকরণ ও এর রোধে নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্টেপস কর্মকর্তা এবং সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।