আগে শুনুন “ শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
আজ সকাল ১১ টায় শেরপুর জেলা কালেক্টরেট চত্তরে র্যালির উদ্ভোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। র্যালিটি তার নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয় ।
এসময় র্যালিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ,এনডিসি মুস্তাফিজুর রহমান শাওন , জেলা প্রশাসনের সহকারী কমিশনার মনজুর আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনী গন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ.জেড. মোরশেদ আলীর সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মনজুর আহসানের সঞ্চলনায় বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম , জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কেন্দ্রের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার , মাদক নিরাময়কেন্দ্র সজনের চেয়ারম্যান মেহের খান অপু প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠান শেষে মাদকের কুফল নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।